Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ফ্রিল্যান্সিং কি ? ফ্রিল্যান্সিং কিভাবে শিখব এবং কাজসমূহ কোথায় খুঁজে পাব

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। সবাইকে আমাদের এই বাংলা ব্লগে স্বাগতম। এটি হল আমাদের ওয়েবসাইটের ১ম পোস্ট। এই পোস্টটি তাদেরই জন্য লেখা। যারা এই প্রশ্ন গুলোর উত্তর খুঁজছিলেন ।

ফ্রিল্যান্সিং
ফ্রিল্যান্সিং কি ? ফ্রিল্যান্সিং কিভাবে শিখব এবং কাজসমূহ কোথায় খুঁজে পাব


 • ·     ফ্রিল্যান্সিং কি
 • ·   ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো

 • ·   ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ
 • ·   ফ্রিল্যান্সিং কাজ খোঁজে পাব কীভাবে
 • ·   ফ্রিল্যান্সিং কারা কারা করতে পারবে
 • ·   ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র
 • ·   ফ্রিল্যান্সিং শেখার বই
 • ·   ফ্রিল্যান্সিং শেখার গাইডলাইন

যারা যারা এই প্রশ্ন গুলোর উত্তর খুজতেছিলেন তারা আমার এই টিউনটি খুব মনোযোগ দিয়ে পড়ে নিতে পারেন।

ফ্রিল্যান্সিং কি

সহজ ভাবে বুঝাতে গেলে ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা। আপনি যদি কোন একটা বিষয়ে ভাল পারদর্শী হয়ে থাকেন এবং আপনার পিসি বা ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশনও যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সহজেই যে কারো ওই টপিকের কাজটি বাসায় বসে থেকেই করে দিতে পারবেন। আর এর বিনিময়ে আপনি সেই লোকটার কাছ থেকে পছন্দ অনুযায়ী একটি পেমেন্টও পাবেন।

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো

ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনি ইউটিউব এর সহযোগিতা নিতে পারেন।আর সাথে তো গুগল মামা আছেই। যদি আবার মনে করেন যে আপনি ইউটিউবে খুজে  শিখে নিতে আনন্দবোধ করতেছেন না তাহলে অবশ্যই একটি ভাল কোচিং সেন্টার নির্বাচন করে সেখান থেকে শিখে নেন।

বিঃ দ্রঃ বাইরের চাকচিক্য দেখে প্রথমে কোন কোচিং সেন্টার নির্বাচন করবেন না। এই কোচিং সেন্টার এর স্টুডেন্টদের সাথে আলাপ করে নির্বাচন করবেন যে তাদের ফিডব্যাক ক্যামন।

ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ

ফ্রিল্যান্সিং সেক্টরে হাজার কাজ আছে। তার মধ্যে কিছু কিছু কাজ আছে  সেগুলোর সাথে আমরা প্রায়ই কম বেশি পরিচিত। সেগুলো হল

 • ·        ওয়েবসাইট ডেভোলাপার
 • ·        ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন
 • ·        কন্টেন্ট রাইটার
 • ·        এসইও( সার্চ ইঙ্গিন অপটিমাইজেশন )
 • ·        গ্রাফিক্স ডিজাইনার
 • ·        ভিডিও এডিটিং
 • ·        অ্যানিমেশন ক্রিয়েটর
 • ·        ভারচুয়াল অ্যাসিস্ট্যান্ট
 • ·        ডাটা এন্ট্রি

এছাড়াও আরও অনেক কাজ রয়েছে যেগুলোর মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করা যায়।

ফ্রিল্যান্সিং এর কাজ যে সকল সাইটে পাবলিশ করা হয়ে থাকে সে সকল সাইট এর নাম নিছে দেওয়া হলঃ-

ফ্রিল্যান্সিং কারা কারা করতে পারবে

যারা অনলাইনে কোনো একটি কাজের উপর ভালো দক্ষতা আছে এবং সেই সাথে ইংলিশ এর উপর ভাল একটি দক্ষতাও আছে তারাই ফ্রিল্যান্সিং করার যোগ্য।

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র

ইন্টারনেট থেকে খুঁজে নিবেন। আর প্রশিক্ষণ কেন্দ্র নির্বাচন করবেন সেখান হতে কোর্স কমপ্লিট করার ফলে বাস্তব ক্ষেত্রে কাজ করার সফলতা দেখে।

ফ্রিল্যান্সিং শেখার বই

ফ্রিল্যান্সিং শেখার অনেক বই বাজারে আছে  অথবা অনেক সফট কপি ও বাজারে পাওয়া যায়। তবে সবচেয়ে ভাল হয় কারো কাছ থেকে প্যাকটিক্যলি কোন একটা কাজ শিখে নেওয়া।

ফ্রিল্যান্সিং শেখার গাইডলাইন

ফ্রিল্যান্সিং শেখার আগে কম্পিউটার এর বেসিক জ্ঞান রাখতে হবে। তারপর আপনার চয়েজ অনুযায়ী যেকোনো একটি কাজ শেখা শুরু করে দিবেন। তবে অনেক দীর্ঘ সময় নিয়ে কাজ ভালোমত শিখে মার্কেটপ্রেসে নামবেন।

Post a Comment

0 Comments